মাদারীপুরের শিবচর উপজেলার এক্সপ্রেসওয়েতে বরিশাল এক্সপ্রেস নামের একটি বাসে যান্ত্রিক ত্রুটি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বাসটির ভেতরের বেশিরভাগ অংশ পুড়ে যায়।
শিবচরের এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন মোল্লার বাজারে শুক্রবার বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, বিকাল তিনটার দিকে বরগুনার পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে বরিশাল এক্সপ্রেস নামের একটি বাস পাঁচ্চর সংলগ্ন মোল্লার বাজারে এসে পৌঁছায়। এ সময় বাসের চাকা পাংচার হলে বাস থামিয়ে যাত্রীদের নামানো হয়। এরপরই হঠাৎ করে বাসে আগুন ধরে যায়। পরে শিবচর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওসি আরও জানান, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। তবে বাসের বক্সে রাখা যাত্রীদের বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ইঞ্জিনের ত্রুটি থেকে এ অগ্নিকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
যাত্রী অঞ্জনা সরকার বলেন, ‘বাসের সমস্যা হলে আমরা যাত্রীরা সবাই বাস থেকে নেমে রাস্তায় দাঁড়াই। এরপর হঠাৎ করেই বাসে আগুন ধরে যায়। বাসের বক্সে রাখা আমাদের মালামাল, ব্যাগ সবকিছু পুড়ে গেছে।’