বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১৪ বছরের সাজা নিয়ে পালিয়ে ছিলেন ১৭ বছর

  • প্রতিনিধি,ময়মনসিংহ   
  • ২০ জানুয়ারি, ২০২৩ ২৩:১০

২০০০ সালের ৬ আগস্ট ১৩ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের ঘটনায় সিরাজের নামে সিলেট কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ওই মামলায় ২০০৬ সালে রায় ঘোষণা করেন বিচারক মো. জসিম উদ্দীন।

ময়মনসিংহে ১৪ বছরের কারাদণ্ডের সাজা পাওয়া এক আসামি ১৭ বছর পালিয়ে থাকার পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন।

মৌলভীবাজার জেলা শহর থেকে শুক্রবার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়।

৩৮ বছর বয়সী মো. সিরাজ ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের রূপসী গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, ২০০০ সালের ৬ আগস্ট ১৩ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের ঘটনায় সিরাজের নামে সিলেট কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ওই মামলায় ২০০৬ সালে রায় ঘোষণা করেন বিচারক মো. জসিম উদ্দীন।

ওসি জানান, রায়ে সিরাজকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তখন থেকে আসামি সিরাজ পলাতক ছিলেন।

তিনি জানান, ১৪ বছরের সাজা এড়াতে সিরাজ জাতীয় পরিচয়পত্রে নাম-ঠিকানা পরিবর্তন করে দেশের বিভিন্ন জেলায় ১৭ বছর পালিয়ে ছিলেন। গোপন সংবাদে তার পালিয়ে থাকার অবস্থান জানতে পেরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন ওসি আাল মামুন।

এ বিভাগের আরো খবর