আসন্ন অমর একুশে গ্রন্থ মেলায় এখন পর্যন্ত স্টল বরাদ্দ পায়নি আদর্শ প্রকাশনী। এ ঘটনায় উদ্বেগ, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘বই মেলা কোনো সরকার বা একক দলের নয়। অথচ ভিন্ন মতের কারণেই বাংলা একাডেমী প্রতিষ্ঠা হয়েছিল। এ ঘটনা মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ।
‘বাংলা একাডেমি একুশের বইমেলায় মুক্ত বুদ্ধি চর্চার উপযুক্ত স্থান হিসেবে যুগ যুগ ধরে বিবেচিত হয়ে আসছে। সরকারবিরোধী ও ভিন্নমতের বই প্রকাশের অভিযোগে আদর্শ প্রকাশনীকে আসন্ন বই মেলায় স্টল বরাদ্দ না দেয়াটা খুবই উদ্বেগজনক এবং নিন্দনীয়।’
মির্জা ফখরুল বলেন, ‘একুশে বইমেলা দল-মত নির্বিশেষে সবার প্রাণের মেলা হিসেবেই বিবেচিত হয়ে আসছিল। কিন্তু তিনটি ভিন্ন মতের বইয়ের জন্য ছয় শতাধিক বই প্রকাশকারী সংস্থা আদর্শ প্রকাশনীর স্টল বরাদ্দ স্থগিত করার মাধ্যমে বাংলা একাডেমী ভিন্ন মত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হলো।’
বিএনপি মহাসচিব বলেন, এর আগেও কয়েকবার বাংলা একাডেমী একুশের বই মেলায় ভিন্নমতের বই প্রকাশের কারণে প্রকাশনা সংস্থার স্টল স্থগিত বা বাতিল করেছে।
‘আমি বাংলা একাডেমী কর্তৃপক্ষকে একুশের বইমেলাকে দলীয়করণ না করার আহ্বান জানাই এবং আসন্ন বই মেলায় আদর্শ প্রকাশনীসহ ভিন্নমতের বই প্রকাশকারী অন্যান্য প্রকাশনীর স্টল বরাদ্দের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে তাদের স্টল বরাদ্দের আহ্বান জানাই, যাতে বই মেলা দল-মত নির্বিশেষের সবার প্রাণের মেলা হিসেবে পুনরায় বিবেচিত হতে পারে।