বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছাড়পোকার ওষুধের বিষক্রিয়ায় ২ বোনের মৃত্যুর অভিযোগ

  • প্রতিনিধি, চট্টগ্রাম   
  • ১৯ জানুয়ারি, ২০২৩ ১৮:৫৫

মৃতদের বড় বোন নাজমা আক্তার বলেন, ‘আমরা তিনবোন এখানে চাকরি করি। এরমধ্যে ওরা দুজন আলাদা বাসায় থাকত। বুধবার রাতে ছাড়পোকার ওষুধ দেয়ার পর তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়েছে।

চট্টগ্রামের ইপিজেড এলাকায় ছাড়পোকা নিধনে প্রয়োগ করা ওষুধের বিষক্রিয়ায় দুই বোনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

দুই বোনের মৃত্যুর বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।

মৃতরা হলেন-পিরোজপুরের মাঠবাড়িয়া থানার ইদ্রিস আলীর ২৪ বছর বয়সী মেয়ে রহিমা আক্তার ও তার ১৬ বছর বয়সী ছোটবোন ফজিলা আক্তার।

নিউজবাংলাকে ওসি আব্দুল করিম বলেন, ‘বুধবার রাতে বাসায় ছাড়পোকার ওষুধ প্রয়োগ করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে দুই বোন। রাতেই তারা অসুস্থতা বোধ করেন, তবে সকালে দুজনের অবস্থা খারাপ হয়ে যাওয়া তাদের প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে দুজনের মৃত্যু হয়। আমরা বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা করছি।

মৃতদের বড় বোন নাজমা আক্তার বলেন, ‘আমরা তিন বোন এখানে চাকরি করি। এরমধ্যে ওরা দুজন আলাদা বাসায় থাকত। তারা ছাড়পোকার ওষুধ দেয়ার পর রাতের খাবার খেয়ে ঘুমিয়েছে বলে শুনেছি। শুরুতে ফজিলার অবস্থা খারাপ হয়। তাই তাকে হাসপাতালে নেয়া হয়। এরমধ্যে রহিমার অবস্থাও খারাপ হয়ে যায়। তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, আর বারবার বমি করছিল।

রহিমার সহকর্মী মেহেদী হাসান নিউজবাংলাকে বলেন, ‘সে বাসায় ছাড়পোকা মারতে ওষুধ দিয়েছিল বলে শুনেছি। সম্ভবত সেগুলো কোনোভাবে খাবারের সাথে মিশে গেছে।’

নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।

এ বিভাগের আরো খবর