বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাসপোর্ট করতে এসে দুই রোহিঙ্গা নারী আটক

  • প্রতিনিধি,কক্সবাজার   
  • ১৯ জানুয়ারি, ২০২৩ ১৫:৫৬

আটকরা হলেন, চট্টগ্রামের রোহিঙ্গা ক্যাম্পের বালুখালি- ১ এর ডি ব্লকের ১৯ বছর বয়সী খুরশিদা আক্তার, আরেকজন ২৭ নম্বর ক্যাম্পের ব্লক-৯ এর ১৮ বছর বয়সী হাসিনা আক্তার বেবি।

কুড়িগ্রামে পাসপোর্ট করতে আসা দুই রোহিঙ্গা নারীকে আটক করে পুলিশের কাছে দিয়েছে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের কাছে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন চট্টগ্রামের রোহিঙ্গা ক্যাম্পের বালুখালি- ১ এর ডি ব্লকের ১৯ বছর বয়সী খুরশিদা আক্তার ও ২৭ নম্বর ক্যাম্পের ব্লক-৯ এর ১৮ বছর বয়সী হাসিনা আক্তার বেবি।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার নিউজবাংলাকে এসব তথ্য জানান।

কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক কবির হোসেন বলেন, ‘হাসিনা আকতার কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের ব্যাপারিপাড়া বালিয়ামারী গ্রামের, আরেকজন আদিজা আক্তার ওরফে খুরশিদা চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ বাউনিয়ার চর গ্রামের নামসহ জন্মনিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট করতে আসে।

এ সময় তাদের সাথে কথাবার্তা শুনে মনে হয় তারা রোহিঙ্গা। পরে তাদেরকে আটক করে কুড়িগ্রাম সদর থানা পুলিশের কাছে দেয়া হয়।

ওসি মোহাম্মদ শাহরিয়ার জানান, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা কক্সবাজারের বালুখালি রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছেন। সৌদি আরবে যাবার উদ্দেশ্যে তারা অবৈধভাবে জন্ম নিবন্ধন করে পাসপোর্টের জন্য আবেদন করেছে। তাদের বিষয়ে খোঁজ খবর নিয়ে ফেরত পাঠানোর ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর