আগামী সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার থেকে সারা দেশে শীত আরও কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রাষ্ট্রীয় সংস্থাটির সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা নিউজবাংলাকে জানিয়েছেন, বুধবার যেমন শীত অনুভূত হচ্ছে, শুক্র কিংবা শনিবার পর্যন্ত তেমনই হতে পারে, তবে রোববার থেকে তাপমাত্রা বেড়ে শীত কমতে পারে।
দেশের কয়েকটি বিভাগ ও জেলায় মুদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, বুধবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
আগামী সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার থেকে সারা দেশে শীত আরও কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রাষ্ট্রীয় সংস্থাটির সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা নিউজবাংলাকে জানিয়েছেন, বুধবার যেমন শীত অনুভূত হচ্ছে, শুক্র কিংবা শনিবার পর্যন্ত তেমনই হতে পারে, তবে রোববার থেকে তাপমাত্রা বেড়ে শীত কমতে পারে।
দেশের কয়েকটি বিভাগ ও জেলায় মুদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, বুধবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
২৪ ঘণ্টার পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তরের বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চতাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে আছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে রয়েছে।
এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
শৈত্যপ্রবাহের বিষয়ে পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ এবং মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।