চট্টগ্রামের মীরসরাইয়ে চার পায়ের এক মেয়ে শিশুর জন্ম দিয়েছেন এক নারী।
উপজেলার বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মঙ্গলবার ভোরে স্বাভাবিক প্রসবের মাধ্যমে ওই শিশুর জন্ম হয়।
চার পায়ের মেয়ে শিশুর জন্ম দেয়া নাছরিন আক্তার চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হাতির খেদা এলাকার সাইদুল ইসলামের স্ত্রী।
শেফা ইনসান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এস এ ফারুক বলেন, ‘সোমবার রাত দুইটার দিকে প্রসব ব্যথা নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি হন ওই নারী। মঙ্গলবার ভোরে আমাদের প্রসূতি ও স্ত্রী রোগে অভিজ্ঞ ডা. মারিয়া কিবতিয়ার তত্ত্বাবধানে এক মেয়ে শিশুর জন্ম দেন তিনি। স্বাভাবিক প্রসবের মাধ্যমে ওই শিশুর জন্ম হলেও পায়ের সংখ্যা চারটি।’
তিনি আরও বলেন, ‘২ কেজি ৮শ গ্রাম ওজনের ওই শিশুর চারটি পা অস্বাভাবিক। যেহেতু স্বাভাবিক প্রসবে শিশুর জন্ম হয়েছে, খুব বেশি সমস্যা হয়নি। মা পুরোপুরি সুস্থ আছে ৷ শিশুর হালকা শ্বাসকষ্ট রয়েছে ৷ আমরা শহরে নিয়ে যেতে বলেছিলাম, তাদের আর্থিক সমস্যা থাকায় শহরে না নিয়ে বাড়িতে নিয়ে গেছে।’
শিশুর বাবা সাইদুল ইসলাম জানান, ২০২০ সালের ১১ মার্চ একই এলাকার নাছরিন আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। ওই বছরের শেষদিকে নাছরিন একটি ছেলে শিশুর জন্ম দিলেও জন্মের সময় শিশুটি মারা যায়।