ময়মনসিংহের ফুলপুরে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
ময়মনসিংহের গৌরীপুর থানাধীন শ্রীধরপুর গ্রাম থেকে মঙ্গলবার সকাল ছয়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ৫০ বছর বয়সী মমতাজ আলী ফুলপুর থানাধীন বাইল্লাহ গ্রামের বাসিন্দা।
৮ বছর বয়সী মাদ্রাসা ছাত্র একই উপজেলার বাসিন্দা। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।
ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো.আনোয়ার হোসেন জানান, মমতাজ আলী ওই ছাত্রকে সন্ধ্যার পর মসজিদে নামাজ পড়ার কথা বলে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করতো। ঘটনাটি পরিবারের কাছে বলতে নিষেধ করায় ভয় পেয়ে কাউকে জানায়নি ওই শিশুটি।
৬ জানুয়ারি রাত সাড়ে সাতটার দিকে আবারও উপজেলার বালিয়া গ্রামে নির্মাণাধীন ভবনের ভেতর ভুক্তভোগীকে নামাজের কথা বলে ডেকে নিয়ে যায়। সেখানে পুনরায় ধর্ষণ করার একপর্যায়ে ওই ছাত্রের চিৎকারে কয়েকজন ঘটনাস্থলে গিয়ে মমতাজকে আটক করার চেষ্টা করলে সে পালিয়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় ৮ জানুয়ারি মমতাজকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন ভুক্তভোগীর মা। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মমতাজের পালিয়ে থাকার অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মমতাজ আলী ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।