মিথ্যা মামলা করায় এক ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া তাকে তিন হাজার টাকা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান সোমবার বিকেলে এই দণ্ড দেন।
দণ্ডিত আরিফ হোসেনের বাড়ি ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ মাস্টারপাড়া এলাকায়।
ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় নিউজবাংলাকে এসব তথ্য জানান।
তিনি জানান, ২০২০ সালে মারধর ও আটকে রাখার অভিযোগ এনে থানায় মামলা করেন আরিফ। মামলাটি তদন্তকালে অভিযোগ সঠিক নয় এবং মিথ্যা প্রমাণিত হয়।
এ বিষয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হলে স্বাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক মিথ্যা মামলা করায় বাদীকে তিন বছর কারাদণ্ড, তিন হাজার টাকা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন।
আদালত পুলিশ পরিদর্শক জিন্নাত আলী বলেন, ‘দণ্ডিত ওই ব্যক্তিকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।’