প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত ভবন এলাকায় রেজিস্ট্রি অফিসের সামনে ওই যুবককে ধাক্কা দেয় কোতোয়ালি থানা পুলিশের একটি গাড়ি। এতে ওই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
চট্টগ্রামে পুলিশের গাড়িচাপায় হেলাল উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন।
আদালত ভবন এলাকায় সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন নগরীর পতেঙ্গা এলাকার জাফর আহমেদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত ভবন এলাকায় রেজিস্ট্রি অফিসের সামনে ওই যুবককে ধাক্কা দেয় কোতোয়ালি থানা পুলিশের একটি গাড়ি। এতে ওই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবিরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।
তবে কোতোয়ালি থানার নিয়ন্ত্রণ কক্ষ থেকে যুবকের মৃত্যুর বিষয় নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানানো হয়নি।