১০ দফা দাবি বাস্তবায়ন ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে বরিশালে পৃথক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিএনপি।
সোমবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপি। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য দেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিদ্যুতের মূল্য কমানোসহ ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত বরিশাল মহানগর বিএনপি আন্দোলনের মাঠে থাকবে। একইসঙ্গে অবৈধ এই সরকারকে হটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়ন করেই রাজপথ ছাড়ব।’
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার, হাবিবুর রহমান টিপু, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব কে এম শহিদুল্লাহ, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ খান, মহানগর মহিলা দলে সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পিন্টু প্রমুখ।
অপরদিকে বরিশাল প্রেসক্লাবের সামনে থেকে একই দাবিতে পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করে বরিশাল সদর উপজেলা বিএনপি। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন।
সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিমের সঞ্চালনায় মিছিল-পূর্ব বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চান, বরিশাল দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক এইচ এম মহসিন আলম, জেলা মহিলা দল সভাপতি ফাতেমা রহমান, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, সাধারণ সম্পাদক এইচ এম তছলিম উদ্দিন প্রমুখ।
পরে নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।