রাজধানীর মোহাম্মদপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আলোচিত ইসলামি বক্তা মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহীমকে কারাদণ্ড দিয়েছে আদালত।
আসামি দোষ স্বীকারের পর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম জুলফিকার সোমবার দণ্ডাদেশ দিয়ে মামলা নিষ্পত্তি করে দেন।
আদেশে বিচারক বলেন, গ্রেপ্তারের পর থেকে এ পর্যন্ত কাজী ইব্রাহিম যতদিন কারাভোগ করেছেন, ততদিনই তার সাজা হিসেবে গণ্য হবে। সে হিসাবে তার ১ বছর ৩ মাস ১৯ দিনের কারাদণ্ড হয়েছে।
নিয়ম অনুযায়ী, আইনি প্রক্রিয়া শেষে এ মামলায় মুক্তি পাবেন এ বক্তা।
বিজ্ঞানকে জড়িয়ে ধর্মীয় নানা ব্যাখ্যায় হাস্যরস সৃষ্টি করে আলোচনায় আসেন কাজী ইব্রাহীম।
২০২১ সালের ২৮ সেপ্টেম্বর ভোররাতে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের বাসা থেকে ইব্রাহীমকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তারের কথা জানায় ডিবি।
এ মামলায় দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ২০২১ সালের ২ অক্টোবর জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়।
ডিবির পক্ষ থেকে উপপরিদর্শক (এসআই) মুন্সি আবদুল লোকমান মোহাম্মদপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন, যাতে অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে ‘উগ্র বক্তব্য’ দিয়েছেন মুফতি ইব্রাহীম।
তদন্ত শেষে ডিবির এসআই মো. হাসানুজ্জামান আদালতে অভিযোগপত্র জমা দেন।