বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রতিবন্ধীর ছুরিকাঘাতে আহত পুলিশ

  •    
  • ১৫ জানুয়ারি, ২০২৩ ২১:১৫

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক রানা নূর সামু বলেন, ‘বুকের ডান পাশে ছুরিকাঘাতের কারণে পুলিশ গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়ায় মানসিক প্রতিবন্ধী ব্যক্তির ছুরিকাঘাতে আতিকুল্লাহ নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন।

সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর গ্রামে রোববার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সাইদুলকে আটক করেছে পুলিশ। সে বেহাইর গ্রামে গ্রামের ফজলুল হকের ছেলে।

আহত এসআই আতিকুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য এরইমধ্যে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্য, সাইদুল তার মা ও বাবাকে একটি ঘরে আটকে রেখে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশের একটি টিম ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

একপর্যায়ে সাইদুলের কাছে গেলে সে ছুরি দিয়ে এসআই আতিকুল্লাহর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে পুলিশ সাইদুলকে আটক করে এবং গুরুতর আহত এসআই আতিকুল্লাহকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক রানা নূর সামু বলেন, ‘বুকের ডান পাশে ছুরিকাঘাতের কারণে পুলিশ গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

এ বিষয়ে পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘হামলাকারী ব্যক্তি মানসিক প্রতিবন্ধী। পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় তাকে আটক করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর