বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এমপি গোলাপের বিরুদ্ধে ব্যবস্থার এখতিয়ার ইসির নেই: কমিশনার আলমগীর

  •    
  • ১৫ জানুয়ারি, ২০২৩ ১৭:৫৩

ইসি আলমগীর বলেন, ‘হলফনামা আমাদের একটা জমা দেবে প্রার্থীরা। কিন্তু সেই হলফনামার সত্য-অসত্য তথ্যের ভিত্তিতে আমাদের কোনো কিছু করার আইনের ভিত্তি নাই। হলফনামা যেটা দেবে, সেটা এক ধরনের তথ্য। জাতিকে জানানোর দায়িত্ব আমাদের।’

মাদারীপুর-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) আবদুস সোবাহান মিয়ার (গোলাপ) বিরুদ্ধে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় ভুল তথ্য দেয়ার যে অভিযোগ উঠেছে তা নিয়ে ব্যবস্থা নেয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের (ইসি) হাতে নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান তিনি।

এমপি গোলাপের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন- এ প্রশ্নে ইসি আলমগীর বলেন, ‘হলফনামা আমাদের একটা জমা দেবে প্রার্থীরা। কিন্তু সেই হলফনামার সত্য-অসত্য তথ্যের ভিত্তিতে আমাদের কোনো কিছু করার আইনের ভিত্তি নাই। হলফনামা যেটা দেবে, সেটা এক ধরনের তথ্য। জাতিকে জানানোর দায়িত্ব আমাদের।’

যথাসময়ে দেশে রাষ্ট্রপতির নির্বাচন হবে এবং সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে জানান এই কমিশনার।

মো. আবদুস সোবহান মিয়া ২০১৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের মনোনয়নে মাদারীপুর-৩ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। গত ডিসেম্বরে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সস্মেলনে দলের কেন্দ্রীয় কমিটিতে তিনি প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ পান। তিনি দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকও ছিলেন।

সম্প্রতি অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক ‘অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট’ বা ওসিসিআরপির ওয়েবসাইটে একটি প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪০ লাখ ডলার ব্যয়ে একাধিক বাড়ি কিনেছেন এমপি গোলাপ। বিষয়টি নির্বাচনী হলফনামায় তিনি উল্লেখ করেননি।

কমিশনার আলমগীর বলেন, ‘এই সংসদ সদদ্যের (গোলাপ) বিরুদ্ধে দুর্নীতির যদি কিছু থাকে তাহলে দুর্নীতি দমন কমিশন দেখবে। তারা মামলা করবে। রাজস্ব বোর্ড এনবিআর মামলা করতে পারবে। পরবর্তীতে আইনে যেটা আছে সে অনুযায়ী ব্যবস্থা হবে। একজন সংসদ সদস্যদের পদ হারানোর জন্য যেসব বিষয় আছে সেটা কর্তৃপক্ষ দেখবে।’

তিনি বলেন, ‘উনি (এমপি গোলাপ) নির্বাচনে অংশগ্রহণ করছেন। তার ভোটারদের জানিয়েছেন ওনার নাম কি, শিক্ষাগত যোগ্যতা আছে। কি সম্পদ আছে। আমাদের এখানে কোনো শাস্তির ব্যবস্থা নাই।’

দ্বৈত নাগরিকরা সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না জানিয়ে নির্বাচন কমিশনার আলমগীর বলেন, ‘দুই দেশের নাগরিকরা ভোটে অংশ নিতে পারবেন না। তাদের বাংলাদেশ নাগরিকত্ব দেখে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা দেখবে। তারা আমাদের বললে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।’

প্রার্থী ভুল তথ্য দিলে তিনি কোয়ালিফাইড হবে না জানিয়ে তিনি বলেন, ‘কেউ যদি চ্যালেঞ্জ না করে, তাহলে প্রার্থী নির্বাচিত হয়ে যান। উনি ভুল তথ্য দিয়েছেন এটা বললে হবে না, প্রমাণ করাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।’

এ ব্যাপারে কমিশনের সীমাবদ্ধতা আছে কি না জানতে চাইলে কমিশনার বলেন, ‘সীমাবদ্ধতা না। উনি হলফনামায় ভুল তথ্য দিলে নমিনেশন সাবমিটের আগে জানালে ব্যবস্থা নেব।’

হলফনামা যাচাই-বাছাইয়ের আগে তথ্য দিলে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘মিথ্যা তথ্য মানেই প্রতারণা। প্রতারণার মামলা আছে আলাদা৷ কোর্ট শাস্তি দিয়ে আমাদের জানালে আমরা ব্যবস্থা নেব।’

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে মো. আলমগীর বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া শুরু করে দিয়েছি। যথা সময়ে নির্বাচন হবে। প্রক্রিয়া শুরু হয়ে গেছে। পার্লামেন্টে স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের আলাপ হবে। তারপর দিন-তারিখ ঠিক হবে।’

খসড়া ভোটার তালিকা প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, ‘খসড়া দেয়া হলো। প্রতিবছর মার্চ মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করি। এবারও তাই হবে। যদি কারো কোনো আপত্তি থাকে। তারা আপত্তি দেবেন। ত্রুটি থাকে তাহল সংশোধনের জন্য আবেদন করবেন। পরে আমরা চূড়ান্ত করে ভোটার দিবসে প্রকাশ করবো।’

ইচ্ছাকৃতভাবে দ্বৈত ভোটার হওয়া অপরাধ জানিয়ে এই কমিশনার বলেন, ‘শাস্তি, অনেক কঠিন শাস্তি। তার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা হবে। ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে, পাশাপাশি জেল খাটতে হবে।’

এ বিভাগের আরো খবর