বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গুলশানে প্রকাশ্যে গুলি, পিস্তলধারীসহ আটক ২

  •    
  • ১৫ জানুয়ারি, ২০২৩ ১৭:০৪

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমের টাকা পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর গুলশানে দিনে-দুপুরে প্রকাশ্যে গুলি ছুড়েছেন এক ব্যক্তি। এতে একজন আহত হয়েছেন।

রোববার বিকেল ৪টার কিছুক্ষণ পর গুলশান- ১ নম্বরে গ্লোরিয়া জিন্স কফিস নামের একটি রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারী ও গুলিবিদ্ধ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আহত ব্যক্তির নাম আমিনুল এবং হামলাকারী ব্যক্তির নাম ওয়াহিদুল। আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী সারোয়ার জামান জানান, এক ব্যক্তি পিস্তল হাতে দৌড়ে যাচ্ছিলেন। পেছন থেকে ধাওয়া দেন কয়েকজন। এ সময় তিনি গুলি ছোড়েন। পরে পুলিশ এসে তাকে আটক করে।

এ নিয়ে ঢাকা মেট্রো পলিটনের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার মো. আবদুল আহাদ নিউজবাংলাকে বলেন, ‘মোবাইল ব্যাংকিংয়ের টাকা পাঠানো নিয়ে দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটির সূত্র ধরে এ ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি আরও বিস্তারিত জানার চেষ্টা করছি। অস্ত্রের বৈধতাও যাচাই করা হচ্ছে। ’

এ বিভাগের আরো খবর