গাইবান্ধার গৃহহীন ও অবহেলিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন দুরন্ত-৯৯ ফাউন্ডেশন।
শুক্রবার ঘুরে ঘুরে শহরের রাস্তাঘাট, রেলস্টেশন ও বাসস্ট্যান্ডে অবস্থানরত মানুষের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেন ফাউন্ডেশনের সদস্যরা।
আর শনিবার গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে নিম্ন আয়ের মানুষের হাতে তুলে দেয়া হয় শীতবস্ত্র। এদিন অসহায় বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়েও পৌঁছে দেয়া হয় কম্বল।
দুরন্ত-৯৯ ফাউন্ডেশন মূলত গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের এসএসসি ব্যাচ-৯৯-এর শিক্ষার্থীদের একটি অলাভজনক সংগঠন। ২০২২ সালে ফাউন্ডেশনের জন্ম।