আগামী জুনের মধ্যে পদ্মা সেতু ট্রেন চালুর উপযোগী হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
নারায়ণগঞ্জ রেল স্টেশন এলাকায় শনিবার বেলা ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের ডাবল লাইন প্রকল্পের কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা জানা।
রেলমন্ত্রী বলেন, ‘আগামী জুন মাসের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু অতিক্রম করে আমরা এটি ট্রেন চলাচলের জন্য উপযোগী করতে পারবো। তবে, মূল প্রকল্প ঢাকা থেকে যশোর পর্যন্ত শেষ হবে ২০২৪ সালে।’
তিনি বলেন, ‘একটি দেশের ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা ছাড়া টেকসই উন্নয়ন করা সম্ভব নয়। ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ডাবল লাইন কাজ শেষ হলে প্রতিদিন এই পথে ৫০ বার ট্রেন আসা-যাওয়া করবে। নারায়ণগঞ্জবাসীর সুবিধার জন্য দ্রুত এই প্রকল্পের কাজ শেষ করা হবে।’
মন্ত্রী বলেন, ‘যেহেতু ভাঙ্গা পর্যন্ত আমাদের পুরাতন রেলপথ আছে, আমরা পুরনো রেল লাইনের সঙ্গে এটি যাতে সংযুক্ত করতে পারি, সেজন্য ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ আপাতত বন্ধ রয়েছে। দ্রুত কাজ শেষ করে পুনরায় ট্রেন যোগাযোগ চালু করার চেষ্টা করা হচ্ছে।’
নারায়ণগঞ্জে রেলওয়ের জমি নিয়ে তিনি বলেন, ‘রেলওয়ের জমি ব্যবহার হচ্ছে না বলে যে হবে না, এমনটা নয়। বাংলাদেশ রেলওয়ের কার্যক্রম বাড়ছে, সঙ্গে অনেক নতুন লোক নিয়োগ দিচ্ছে। তাদের বসবাসের জন্য পরিত্যক্ত জমি ব্যবহার করা হবে।’