রাজধানীর রামপুরায় বিয়ের মাত্র ১৩ দিনের মাথায় স্ত্রীর ওপর অভিমান করে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাত ১১টার দিকে বাসার একটি কক্ষের দরজা ভেঙে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২৮ বছর বয়সী মো. মনোয়ার আদিব সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মো. জাকির হোসেন শিকদারের ছেলে।
ছেলেকে নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আসা জাকির হোসেন শিকদার বাবা বলেন, ‘শুক্রবার রাতে খাবার টেবিলে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় আদিবের। পরে স্ত্রীর ওপর অভিমান করে স্ত্রীকে রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে গলায় রশি পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস নেয় সে।
‘দরজা ভেঙে তার স্ত্রী এবং আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে রামপুরার ডে লাইফ হাসপাতাল এবং সেখান থেকে পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি বলেন, ‘আমার ছেলে ধানমন্ডির একটি বেসরকারি প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিল। গত ২৩ ডিসেম্বর তার বিয়ে হয়। আর দুদিন পর তাদের হানিমুনে যাওয়ার কথা ছিল।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’