শেরপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সদরের তাতালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
মারা যাওয়া তিনজনই অটোরিকশার যাত্রী। তাদের মধ্যে দুজন হলেন নালিতাবাড়ীর রফিকুল ইসলাম ও তার ছেলে রাব্বী মিয়া। অন্যজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতরা হলেন- নালিতাবাড়ীর মোহাম্মদ আলি ও হাবিব মিয়া এবং ঝিনাইগাতির শুভ পাল।
শেরপুর সদর হাসপাতালের চিকিৎসক শাহনেওয়াজ নোমান জানান, রাত ৮টার দিকে তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। আরও তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি বছির আহমেদ বাদল।
সদর থানার এস আই কামরুজ্জামান জানান, সদর উপজেলার তাতালপুরে বলস্বর ব্রিজের সামনে শেরপুরগামী চালবাহী ট্রাকের সঙ্গে নালিতাবাড়ীগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশায় ছয়জন যাত্রী ছিলেন। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।