এসআই তমেজ উদ্দিন জানান, লোকটি ভবঘুরে প্রকৃতির ছিলেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হয়তো তার পরিচয় জানা যেতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
রাজধানীর গুলিস্তানে গোলাপ শাহ মাজারের সামনে থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ৪০ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তমেজ উদ্দিন জানান, নিহতের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। লোকজনদের সঙ্গে কথা বলে জানা গেছে তিনি কিছুদিন ধরে মাজারের আশপাশে থাকতেন।
তিনি জানান, লোকটি ভবঘুরে প্রকৃতির ছিলেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হয়তো তার পরিচয় জানা যেতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।