ঘন কুয়াশা ও প্রচন্ড ঠান্ডায় মেহেরপুরের বিভিন্ন এলাকার বোরো ধানের বীজতলা নষ্ট হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা।
তাদের শঙ্কা, বীজতলা নষ্ট হওয়ায় ব্যহত হতে পারে বোরো চাষের লক্ষ্যমাত্রা, তবে এগুলো রক্ষায় নানা ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। গাংনী উপজেলার হিন্দা গ্রামের কৃষক ইয়ারুল ইসলাম জানান, তিন বিঘা জমিতে ধান চাষের জন্য তিনি বাড়ির পাশে ধানের চারা রোপণ করেন। ঘন কুয়াশা ও ঠান্ডার কারণে চারাগুলো নষ্ট হওয়ার পথে।
একই উপজেলার জোড়পুকুর গ্রামের কৃষক আহাদ আলী বলেন, ‘বেশ কয়েকদিন ধরেই খুব ঠান্ডায় আমার বীজতলা নষ্ট হওয়ার পথে। চারাগুলো হলদে হয়ে গেছে। কীটনাশক ছিটিয়েও কোনো লাভ হচ্ছে না। ঠিক সময় ধানের চারা পাওয়া নিয়ে আমারা খুব চিন্তায় আছি।’
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা রকিবুল হাসান জানান, চলতি শীত মৌসুমে নয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। এর পাশেই হচ্ছে মেহেরপুর জেলা। তাই এ জেলাতেও বেশ ঠান্ডা পড়েছে।
মেহেরপুর জেলা কৃষি কর্মকর্তা শঙ্কর কুমার মুজুমদার বলেন, ‘চলতি মৌসুমে বোরো চাষের লক্ষ্যমাত্র ধরা হয়েছে ১৯ হাজার পাঁচ শ ৫৫ হেক্টর। বতর্মানে যে আবহাওয়া বিরাজ করছে তাতে বীজতলা ক্ষতির আশঙ্কা রয়েছে । কৃষি বিভাগ থেকে চাষিদেরকে পরামর্শ দেয়া হচ্ছে।’