বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পদ্মা সেতুতে বাইক চলাচল চেয়ে রিট

  •    
  • ১২ জানুয়ারি, ২০২৩ ২৩:৫১

‘বাংলাদেশ রিপাবলিক্যান পার্টি নামে একটি সংগঠনের চেয়ারম্যান ও যাত্রাবাড়ীর বাসিন্দা আবু হানিফ হৃদয় জনস্বার্থে এ রিট করেন। গত ১২ ডিসেম্বর হাইকোর্ট রিট জমা হয়। সংবিধানের ৩৬ অনুচ্ছেদ অনুযায়ী মানুষের চলাচলে বাধা দেয়া সংবিধান পরিপন্থী। এ কারনে রিটটি করা হয়েছে।’

পদ্মা সেতুর উপর দিয়ে মোটরসাইকেল চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

রিটে পদ্মাসেতুতে বাইক চলাচলে সরকারের নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করা হয়েছে।

রিটের বিষয়টি বৃহস্পতিবার নিউজবাংলাকে জানান আইনজীবী ইয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘বাংলাদেশ রিপাবলিক্যান পার্টি নামে একটি সংগঠনের চেয়ারম্যান ও যাত্রাবাড়ীর বাসিন্দা আবু হানিফ হৃদয় জনস্বার্থে এ রিট করেন। গত ১২ ডিসেম্বর হাইকোর্ট রিট জমা হয়। সংবিধানের ৩৬ অনুচ্ছেদ অনুযায়ী মানুষের চলাচলে বাধা দেয়া সংবিধান পরিপন্থী। এ কারনে রিটটি করা হয়েছে।’

রিটে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

বিশৃঙ্খল পরিস্থিতিতে পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ করা হয়। ছবি: নিউজবাংলা

ইয়ারুল ইসলাম জানান, আগামী রোববার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চে রিটের ওপর শুনানি হতে পারে।

গত বছরের ২৭ জুন পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সরকার। এরপর থেকে সেতুতে বাইক চলাচল বন্ধ আছে।

তার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করেন। তখন সর্বসাধারণের চলাচলের জন্য সেতু উন্মুক্ত করে দেয়া হলে সবার আগে সেতু পার হওয়ার প্রবণতায় হাজার হাজার বাইক সেতুর মাওয়া প্রান্তে জড়ো হতে থাকে। এতে সেতুর টোলপ্লাজার আগেই দীর্ঘ যানজট তৈরি হয়। সেতু পার হতে বাইকচালকরা বিশৃঙ্খলা শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তাদের সামাল দিতে হিমশিম খেয়ে যান।

এরই মধ্যে পদ্মা সেতুতে বাইক নিয়ে গিয়ে সেতুর রেলিং থেকে নাট খোলার ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওর সূত্র ধরে নাট খোলার ওই ঘটনায় বাইজীদ নামে এক যুবককে রাজধানী থেকে গ্রেপ্তার করে পুলিশ। আরেক ব্যক্তিকেও একটি ভিডিওতে রেলিং থেকে নাট খুলতে দেখা গেছে।

দেখা গেছে বাইক নিয়ে সেতুতে উঠে প্রস্রাব করার একটি ছবিও, যা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এছাড়া পদ্মা সেতুতে বাইক নিয়ে দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এমন বিশৃঙ্খল পরিস্থিতিতে সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ করার ঘোষণা এসেছে সরকারের তরফ থেকে।

এ বিভাগের আরো খবর