বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের জন্য সেবা বুথ চালু করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বুথ থেকে যে কেউ নগদ ইসলামিক অ্যাকাউন্ট খোলা, ক্যাশ ইন, ক্যাশ আউটসহ নগদ ইসলামিক বা নগদ অ্যাকাউন্ট সম্পর্কিত যাবতীয় সেবা নিতে পারবেন।
এ ছাড়া বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিরা নগদ ইসলামিক-এর নতুন অ্যাকাউন্ট খুললে ২০ টাকা মোবাইল রিচার্জ উপহার পাবেন। মোবাইল রিচার্জ উপহারটি গ্রাহকের অ্যাকাউন্টে ২৪ ঘণ্টার মধ্যে পৌঁছে যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘নগদ ইসলামিক’ মোবাইল অ্যাকাউন্টটির মাধ্যমে গ্রাহকেরা খুব সহজেই সুদমুক্ত ও শরিয়াহসম্মত উপায়ে নিজস্ব তহবিল পরিচালনা করতে পারছেন, যা তাঁদের ধর্মীয় মূল্যবোধ ও বিধানকে সংরক্ষণ করছে।
নগদ ইসলামিক-এর শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য ও প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোহাম্মদ আমিনুল হক বলেন, ‘বিশ্ব ইজতেমায় আগত ধর্মপ্রাণ মুসলমানদের জন্য আমরা সামান্য একটু প্রয়াস নিয়েছি। আশা করছি ধর্মপ্রাণ মানুষ নগদ ইসলামিক-এর সেবা আগের মতোই ব্যবহার করবেন।’