ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক আনিসুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘নন্দনকানন, চন্দনপুরা ও আগ্রাবাদ স্টেশনের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা জানা যায়নি।’
চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় নূপুর মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
বৃহস্পতিবার বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক আনিসুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘বিকেল সাড়ে ৩টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।
‘আমাদের নন্দনকানন, চন্দনপুরা ও আগ্রাবাদ স্টেশনের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা জানা যায়নি।’