চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে গত ২০ ডিসেম্বর নৃশংসভাবে একটি বিড়াল হত্যা করা হয়। সেই হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করেন তারা।
এ সময় প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘অযাচিত প্রাণী হত্যা বন্ধ করুন, আওয়াজ তুলুন’, ‘হলে ঘটে যাওয়া এই প্রাণীটিকে নিষ্ঠুর, নৃশংস, অমানবিক, বর্বর হত্যার সুষ্ঠু তদন্তসাপেক্ষে শাস্তি ও বিচার চাই।’
পদার্থবিদ্যা ১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্রী লাসানি আরফিন কুঞ্জ বলেন, ‘আমরা চাই এই নিষ্ঠুর হত্যার তদন্তটা হোক। আমরা চাই, কোনো কারণে হোক বিড়ালের দত্তক গ্রহণকারী ও সাক্ষ্য প্রমাণ যাদের কাছে আছে তারা যেন সামনে আসে এবং মূল অপরাধী শাস্তি পাক। এ ধরনের কাজ ভবিষ্যতে যেন আর না হয়। প্রাণিকল্যাণ আইন অনুযায়ী এটা অপরাধ।’
সমাজতত্ব ১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র জনি রায় বলেন, ‘এ ঘটনাটা হলে ধামাচাপা দেয়ার চেষ্টা চলেছিল। তাই এতদিন আমরা খবর পাইনি৷ গতকাল আমরা খবর পেয়েছি এবং আজকে মানবন্ধন করেছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুইয়া বলেন, ‘যারা এ ধরনের প্রাণী হত্যা করেছে, বিষয়টা দুঃখজনক। আমরা নিজেরাও খতিয়ে দেখব, এবং কে বা কারা জড়িত, নির্দিষ্টভাবে প্রমাণ পেলে আমরা ব্যবস্থা নেব।’