রাজধানীর নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডে বাসচাপায় রোকেয়া বেগম নামে এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন। বুধবার সকাল ১১টার দিকে বাটা সিগন্যাল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে ৩টায় ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ খান বলেন, ‘সকাল ১১টায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। রাস্তায় উপুড় থেকে পড়ে থাকা বৃদ্ধাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয়। পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
‘এ ঘটনায় বাস চালককে আটক এবং মালঞ্চ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।’
রোকেয়া বেগমের একমাত্র মেয়ে রওশনারা বেগম বলেন, ‘আমার মা নিউমার্কেট এলাকায় একটি বাসায় কাজ করেন। তিনি আজ (বুধবার) সকালে কর্মস্থলে যাওয়ার পথে এলিফ্যান্ট রোডে বাটা সিগন্যালের সামনে একটি বাস তাকে চাপা দেয়। খবর পেয়ে আমরা এসে মাকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাই। শেষ পর্যন্ত মারা গেলেন তিনি।
আমাদের বাড়ি শরীয়তপুরের ডামুড্ডা থানা এলাকার মৃত আব্দুর রশিদের স্ত্রী। ডেমরা কোনাপাড়া ডগাইর এলাকায় থাকতেন তিনি।