চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অস্ত্রধারীদের অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়াও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আরও ৫ জন।
উপজেলার সরফভাটা ইউনিয়নের ফকির বাড়ি এলাকায় মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ২৬ বছর বয়সী মো. মোজাহেদ ওই এলাকার মোহাম্মদ হারুনের ছেলে।
আহতরা হলেন আবু তাহের, মো. ফয়জুল্লাহ, মো. ফরহাদ, মো. জামাল ও জালাল উদ্দীন। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী নিউজবাংলাকে এসব তথ্য জানান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, ‘সন্ত্রাসীদের উৎপাতের কারণে এখানে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। তবুও তাদের উৎপাত কমছেনা। মঙ্গলবার সন্ধ্যায় ৩০ থেকে ৪০ জনের একদল সন্ত্রাসী এসে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে একটি দোকানে অতর্কিত হামলা চালায়। তারা কেউ গুলি ছুঁড়েছে, কেউ কেউ ধারালো অস্ত্র দিয়ে হামলা করেছিল।
‘এতে একজন গুলিবিদ্ধ ও ৫/৬ জন আহত হয়েছে। পরে তাদের হাসপাতালে নেয়ার পর রাত ১০টার দিকে গুলিবিদ্ধ ওই ছেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।’
ওসি জানান, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ আছে। কেন ঘটনাটি ঘটেছে আমরা তদন্ত করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’