টাঙ্গাইলের ঘাটাইলে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক ট্রাকের চালকও।
টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার হরিপুর নামক স্থানে সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম আব্দুল জলিল। তার বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বনগাঁও হতিপাড়া গ্রামে। এ ঘটনায় আহত অপর ট্রাকের চালক আজাদুলকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসাইন নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই ট্রাক মধুপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা বালুবোঝাই ট্রাক টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হরিপুর নামক স্থানে পৌঁছালে দুই ট্রাকের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ট্রাকচালক আব্দুল জলিল নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে ৯টার দিকে ট্রাকের ভেতর থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করে। আহত অপর ট্রাকচালক আজাদুলকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে এসআই সাজ্জাদ হোসাইন বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’