মাদারীপুরের রাজৈরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন।
ঢাকা-বরিশাল মহাসড়কের সাধুর ব্রিজ এলাকায় রোববার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৪২ বছর বয়সী মকবুল হাওলাদার ডাসার উপজেলার আইসার কমলাপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা জানান, সন্ধ্যার দিকে ৩ জন যাত্রী নিয়ে ভ্যানচালক মকবুল মস্তফাপুরের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় মকবুলসহ ৪ জন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মকবুলের মৃত্যু হয়।
এ ছাড়া বাকি ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজে পাঠানো হয়।
ওসি আরও জানান, ঘটনার পরপরই চালক অ্যাম্বুলেন্সটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।