বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে শুক্রবার

  •    
  • ৯ জানুয়ারি, ২০২৩ ১০:১৯

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি। সোমবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীতে কেটে গেছে শৈত্যপ্রবাহের প্রভাব। ঘন কুয়াশা অনেকটা কেটে যাওয়ায় সোমবার সকালেই সূর্যের দেখা মেলে। তবে পাঁচদিন পরে শুক্রবার রাজধানীসহ উত্তরাঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বাড়তে পারে শীতের তীব্রতা।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি। সোমবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

রোববার সকাল থেকে রাজধানীতে শীতের তীব্রতা ধীরে ধীরে কমতে শুরু করে। গতকাল সকালে তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

ঘন কুয়াশা কেটে যাওয়ায় সোমবার সকালে সৈনিক ক্লাব-মহাখালী ডিওএইচএস এলাকাসহ রাজধানীতে সূর্যের দেখা মেলে। ছবি: মোশফেকুর রহমান/নিউজবাংলা

শনিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানের প্রভাবে সপ্তাহের শেষ দিকে রাজধানীসহ উত্তরাঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

শৈত্যপ্রবাহ টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে সূর্যের দেখা মেলায় শৈত্যপ্রবাহের প্রভাব আরও কিছু এলাকা থেকে কমতে শুরু করেছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৭ ডিগ্রি রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।

গতকাল দুপুরে সূর্যের দেখা মেলায় শীতের তীব্রতা কমতে থাকে। ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮-১২ কিলোমিটার।

আবহাওয়াবিদ সানাউল হক জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সানাউল হক বলেন, ‘রোববার দুপুরের পর রাজধানীতে সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতা আরও দু-তিন দিন এমন থাকতে পারে। দুপুরের পর কুয়াশা কেটে গেলে রাতের তাপমাত্রায় কিছুটা উন্নতি হয়।’

রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোর ও চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সিলেটে।

এর আগে ২০১৮ সালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গত পাঁচ বছরে রাজধানীবাসী সর্বনিম্ন তাপমাত্রার অনুভূতি পেয়েছে শনিবার সকাল ৬টা পর্যন্ত। এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে ২০১৮ সালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এ বিভাগের আরো খবর