বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গ্যাস লিকেজ থেকে আগুন: দগ্ধ শিশুর মৃত্যু

  •    
  • ৮ জানুয়ারি, ২০২৩ ১২:২০

ধামরাইয়ের কুমরাইল এলাকায় শনিবার সকালে গার্মেন্টস কর্মী মঞ্জুরুলের ভাড়া বাসার কক্ষে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে।

ঢাকার ধামরাইয়ে গ্যাসের আগুনে দগ্ধ একই পরিবারের পাঁচ সদস্যের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুই বছরের শিশু মরিয়ম আক্তারের মৃত্যু হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শনিবার রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

পৌরসভার কুমরাইল এলাকার শনিবার সকাল পৌনে ৭টার দিকে মো. মঞ্জুরুলের ভাড়া বাসার কক্ষে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে গার্মেন্টস কর্মী মঞ্জুরুল, তার স্ত্রী জোসনা আক্তার, তাদের মেয়ে মরিয়ম আক্তার, স্ত্রীর বড় বোন হোসনা বেগম ও ভাগনি সাদিয়া আক্তার অগ্নিদগ্ধ হন।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, ধামরাই থেকে গতকাল সকালে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে এসেছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে শিশুটি মারা যায়। তার শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

তিনি জানান, মঞ্জুরুলের শরীরের ৩৩ শতাংশ, জোসনার ৪০ শতাংশ ও সাদিয়ার ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে। এদের অবস্থা আশঙ্কাজনক। হোসনে আরার ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরিয়মের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার স্বজনরা এলে এ বিষয়ে আইনত সিদ্ধান্ত নেয়া হবে।

এ বিভাগের আরো খবর