রাজধানীতে রোববার শীতের তীব্রতা কিছুটা কমলেও অনুভূতি একই রয়ে গেছে। দুপুরের পর রাজধানীতে সূর্যের দেখা মিলতে পারে।
শীতের তীব্রতা আরও দু-তিন দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক রোববার সকালে বলেন, রাজধানীতে শীতের তীব্রতা আজ সকালে সামান্য বেড়ে হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, তবে এর অনুভূতি একই রকম রয়ে গেছে। রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
শনিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ সানাউল হক বলেন, ‘দুপুরের পর রাজধানীতে সূর্যের দেখা মিলতে পারে। শীতের তীব্রতা আরও দু-তিন দিন এমন থাকতে পারে, তবে উত্তরাঞ্চলে সকালের দিকে সূর্যের দেখা মিলেছে।
‘দুপুরের পর কুয়াশা কেটে গেলে রাতের তাপমাত্রায় কিছুটা উন্নতি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, যার প্রভাব পড়বে রাতেও।’
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোর ও চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সিলেটে।
এর আগে ২০১৮ সালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার পূর্বাভাসে বলা হয়, রোববার থেকে শীতের তীব্রতা একটু কমতে পারে, তবে শনিবার তারা সেই অবস্থান থেকে সরে আসে। সেদিন আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমান যে শীতের তীব্রতা রয়েছে তা আরও এক সপ্তাহ পর্যন্ত চলবে। এর মধ্যে কোথাও কোথাও তাপমাত্রা সামান্য ওঠানামা করতে পারে।
গত পাঁচ বছরে রাজধানীবাসী সর্বনিম্ন তাপমাত্রার অনুভূতি পেয়েছে শনিবার সকাল ৬টা পর্যন্ত। এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে ২০১৮ সালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।