বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফেনীতে ছাত্রদলের মিছিলে লাঠিচার্জ

  •    
  • ৭ জানুয়ারি, ২০২৩ ২২:২২

মিছিলটি শহরের ট্রাংক রোড পেরিয়ে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে ঢুকতে গেলে পুলিশ ব্যারিকেড দেয়। তখন পুলিশের সঙ্গে মিছিলকারীরা হাতাহাতি শুরু করে। পুলিশ লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

ফেনীতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। এ সময় ৭ জনকে আটক করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্পত্তি ক্রোকের রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা দেড়টার দিকে মিছিল বের করে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

ফেনী প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি বের হতেই পুলিশ বাধা দেয়। তারপরও মিছিলটি শহরের ট্রাংক রোড পেরিয়ে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে ঢুকতে গেলে পুলিশ ব্যারিকেড দেয়। তখন পুলিশের সঙ্গে মিছিলকারীরা হাতাহাতি শুরু করে। পুলিশ লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়।

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, ‘আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় পুলিশ মিছিল নিয়ে সড়কে উঠতে মানা করে। কিন্তু তারা পুলিশের নিষেধ শোনেনি। বাধ্য হয়েই মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়া হয়। পুলিশের কাজে বাধা দেয়ায় ৩ জনকে আটক করা হয়েছে।’

ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন বলেন, ‘শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দিয়েছে। মিছিলের পেছন থেকে হামলা করে ছাত্রদল নেতা মো. ইয়াসিন, কাউসারসহ ৭/৮ জনকে আটক করে নিয়ে গেছে। লাঠিচার্জ ও নেতাকর্মী আটকের ঘটনায় নিন্দা জানাই।’

এ বিভাগের আরো খবর