বিএনপিকে নির্বাচনে আনতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
শনিবার টাঙ্গাইলের মধুপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি যদি দলীয়ভাবে নির্বাচনে না আসে, এমন হতে পারে দলের একটা অংশ নির্বাচনে অংশগ্রহণ করবে বা অন্য দল অংশগ্রহণ করবে। দেশের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সংবিধান অনুযায়ী সময়মতো অবশ্যই অনুষ্ঠিত হবে।
‘নির্বাচনে কে এলো আর কে এলো না, তাতে কিছুই যায় আসে না। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আপ্রাণ চেষ্টা করব বিএনপি যাতে নির্বাচনে আসে, তবে আমার দৃঢ় বিশ্বাস, আপনারা অপেক্ষা করেন; এর জবাব বিএনপির কাছ থেকেই পাবেন।’
বিএনপির সমালোচনা করে আব্দুর রাজ্জাক বলেন, ‘২০০৮ সালে সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল। সেই নির্বাচনকেও বিএনপি সহজভাবে নেয় নাই। বিএনপি কোনো দিনও বলে নাই নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে।
‘গত ১৪ বছর যাবৎ একই রের্কড বিএনপি বারবার বাজাচ্ছে যে বাংলাদেশে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে না। পৃথিবীর কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয় না।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সংবিধানে সুস্পষ্ট উল্লেখ রয়েছে, যে সরকার ক্ষমতায় থাকবে সেই সরকারের অধীনে নির্বাচন হবে।’