বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধলেশ্বরীতে বাল্কহেডে ডাকাতির চেষ্টা, ৮ ডাকাত আটক

  •    
  • ৭ জানুয়ারি, ২০২৩ ১৫:৪৪

ভোর রাতে ধলেশ্বরী নদীতে একটি বাল্কহেডে ডাকাতির চেষ্টা করে একদল ডাকাত। বাল্কহেডের শ্রমিকদের চিৎকার শুনে নদীর পার্শ্ববর্তী গ্রামের মানুষ জেগে ওঠে এবং তারাও চিৎকার করতে থাকে। এ সময় ওই নদীতে টহলরত নৌ পুলিশের একটি টিম বাল্কহেডের দিকে এগিয়ে যায়।

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ডাকাতির সময় আন্তজেলা ডাকাত দলের ৮ সদস্যকে আটক করেছে নৌ পুলিশ।

এ সময় ডাকাত দলের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

সদর উপজেলার বক্তাবলীর চর রাজাপুর এলাকায় শনিবার ভোরে একটি বাল্কহেডে ডাকাতির সময় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন বাবুল হক, ময়না খান, আরাফাত হালদার, হারুন বেপারী, হৃদয় খান, শাহ আলম, শাহ জাহান খান ও সুজাত হালদার।

নৌ পুলিশের বক্তাবলী পুলিশ পরিদর্শক নান্নু মিয়া বলেন, ‘ভোর রাতে ধলেশ্বরী নদীতে একটি বাল্কহেডে ডাকাতির চেষ্টা করে একদল ডাকাত।

‘বাল্কহেডের শ্রমিকদের চিৎকার শুনে নদীর পার্শ্ববর্তী গ্রামের মানুষ জেগে উঠে এবং তারাও চিৎকার করতে থাকে। এ সময় ওই নদীতে টহলরত নৌ পুলিশের একটি টিম বাল্কহেডের দিকে এগিয়ে যায়।

‘তখন ডাকাতরা নৌ পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে তারা ভেতরে অবস্থান নেয়। এ সময় নৌ পুলিশের সদস্যরা তাদের আটক করতে বাল্কহেডে উঠলে তারা হামলা চালায়।

‘হামলায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান ও কনস্টেবল আনোয়ার সুলতান আহত হন।’

পরিদর্শক নান্নু মিয়া বলেন, ‘ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি ট্রলার। তবে পানিতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে গেছে ৪ থেকে ৫ জন ডাকাত।’

নৌ পুলিশের নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, ডাকাত দলের হামলায় আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আটক ডাকাতদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো খবর