মেহেরপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে আঘাত করে হত্যার অভিযোগে মামলা করা হয়েছে।
শুক্রবার এ ঘটনা ঘটে। শনিবার নিহতের মা মুজিবনগর থানায় একটি হত্যা মামলা করেছেন।
নিহত ৩০ বছর বয়সী রিতা খাতুন মুজিবনগর উপজেলার আনান্দবাস গ্রামের জাকারুল ইসলামের স্ত্রী। এ ঘটনার পর থেকে জাকারুল পলাতক রয়েছেন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১ জানুয়ারি স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে স্বামী জাকারুল কাঠের তৈরি বাইলিট দিয়ে মাথায় আঘাত করলে স্ত্রী রিতা খাতুন গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন চিকিৎসার জন্য প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হোলি ফ্যামিলি হাসপাতালে নেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মধ্যরাতে গৃহবধূ রিতার মৃত্যু হয়। শনিবার সকাল ১০টার দিকে মরদেহ গ্রামের বাড়ি মুজিবনগরে এসে পৌঁছায়।
ওসি জানান, স্বামীর কাঠের তৈরি বাইলিটের আঘাতে রিতা খাতুন নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ এনে নিহতের মা শনিবার মুজিবনগর থানায় একটি হত্যা মামলা করেছেন। এই মামলার পলাতক আসামি জাকারুলকে গ্রেপ্তার করতে পুলিশ কাজ শুরু করেছে।