বাগেরহাটের কচুয়ায় পূর্ব শত্রুতার জেরে মোজাহার মোল্লা নামের এক কৃষককে হত্যা করেছে প্রতিপক্ষরা।
উপজেলার গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামে শনিবার সকালে ওই কৃষকের বাড়ি এসে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।
এ সময় হামলায় নিহতের আরও সাত স্বজন আহত হয়েছে।
৫৫ বছর বয়সী মোজাহার আলিপুর গ্রামের প্রয়াত জোনাব আলী মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, জমিজমা ও স্থানীয় আধিপত্যসহ বিভিন্ন বিষয় নিয়ে একই এলাকার হাফিজুর রহমান মোল্লা ও লুৎফার শেখ বংশের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়কারী পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, ‘বেলা সাড়ে ১০টার দিকে প্রতিপক্ষরা মোজাহারকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোজাহারকে মৃত বলে জানান।’
কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।