বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, কুয়াশা কমায় ঘাটের যাত্রী ও যানবাহনের ভোগান্তির কথা চিন্তা করে আবার ফেরি চালু করা হয়।
ঘন কুয়াশায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া পর্যন্ত নৌপথে।
কুয়াশার তীব্রতা কমে আসায় শনিবার বেলা ১১টার দিকে কিছুটা ঝুঁকি নিয়ে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে নৌ দুর্ঘটনা এড়াতে শনিবার সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, কুয়াশা কমায় ঘাটের যাত্রী ও যানবাহনের ভোগান্তির কথা চিন্তা করে আবার ফেরি চালু করা হয়।
তিনি আরও জানান, ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পর সিরিয়াল অনুযায়ী যানবাহন পার করা হচ্ছে।