পটুয়াখালী জেলার পটুয়াখালী-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় আয়েশা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
জেলার মৌকরণ এলাকায় শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে।
নিহত ৮০ বছর বয়সী আয়েশা বেগম মৌকরণ এলাকার মৃত আজু খার স্ত্রী। তিনি ভিক্ষা করতেন।
এ ঘটনায় বাসের হেল্পার মো. মিলনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে বাসটিও।
মৌকরণ বাজারের দোকানদার সোবহান মিয়া বলেন, ‘আয়েশা বেগমের স্বামী মারা যাবার পর সংসার চালাতে হিমশিম খেলে কিছুটা গোপনে দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করে আসছিলেন।
‘প্রতিদিনের মতো আজও তিনি ভিক্ষা করতে মৌকরণ বাজারে আসছিলেন। পটুয়াখালী-বরিশাল মহাসড়কে পার হতে গেলে বরিশাল থেকে আসা রুদ্রতুর্য পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।’
তিনি আরও বলেন, ‘ওই বাসের পিছনেই ছিল পুলিশের একটি পিকআপ। দূর্ঘটনার পর বাসটি পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশের পিকআপ বাসটিকে আটকে দেয়। এ সময় বাসের চালক পালিয়ে গেলেও হেল্পার মিলনকে আটক করে বাসটি থানায় নিয়ে আসে পুলিশ।’
ঘটনাস্থলে থাকা সদর থানার এসআই কামরুল ইসলাম বলেন, ‘সুরতহাল রিপোর্ট শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’