বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

  •    
  • ৬ জানুয়ারি, ২০২৩ ১৩:৪২

আমনুরা রেলওয়ে পুলিশের উপপরিদর্শক আতোওয়ার রহমান জানান, মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে সংবাদ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

গোমস্তাপুর উপজেলার রহনপুরে শুক্রবার ভোরে ওই যুবক মারা যান।

২৫ বছর বয়সী আমিনুল ইসলাম সদর উপজেলার ঠাকুর পালশা হাজিনগর গ্রামের তরিকুল ইসলামের ছেলে।

রহনপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার শহিদুল আলম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ভোর ৬টা ২০ মিনিটে রহনপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী ট্রেনে কাটা পড়ে ওই যুবক মারা যান। স্টেশন থেকে প্রায় ৫০০ মিটার অদূরে এ দুর্ঘটনা ঘটে। তবে এটি দুর্ঘটনা না আত্মহত্যা সেটি নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের মাধ্যমে আমরা এটি জানতে পেরে রেলওয়ে পুলিশকে জানিয়েছি।’

আমনুরা রেলওয়ে পুলিশের উপপরিদর্শক আতোওয়ার রহমান জানান, মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে সংবাদ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

এ বিভাগের আরো খবর