টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছে শিশুসহ দুইজন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাগবাড়ি এলাকায় তেলবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী অজ্ঞাত এক নারী ও শিশু প্রাণ হারায়।
এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ‘বিকেলে ভূঞাপুর সদর থেকে ভ্যানটি যাত্রী নিয়ে গোবিন্দাসির দিকে যাচ্ছিল। এ সময় বাগবাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক মেয়ে শিশু ও এক নারী প্রাণ হারান। এ সময় আরও দুইজন আহত হন।’
তিনি আরও বলেন, ‘আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই ট্রাকটিকে আটক করা হলেও চালক ও সহকারী পালিয়েছেন। নিহত দুইজনের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।’ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।