ইসির প্রজ্ঞাপনে জানানো হয়, সমান ভোট পাওয়ায় ওই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে আবারও ভোট হবে।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থী সমান ভোট পাওয়ায় ওই ওয়ার্ডে ফের ভোট হবে ১৫ জানুয়ারি।
বুধবার নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে ওই দিন পুনরায় ভোটগ্রহণ ও অন্যান্য ব্যবস্থা নিতে স্থানীয় নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে।
গত ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হয়। এতে ২৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে মো. শাহাজাদা ও সাইফুল ইসলাম দুজনেই সর্বোচ্চ ৩ হাজার ১৯৭ ভোট পান।
সমান ভোট পাওয়ায় ওই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে আবারও ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হবে।