রংপুরে পূর্বনির্ধারিত স্থান থেকে টিসিবির পণ্য না পেয়ে সড়ক অবরোধ করেছেন গ্রাহকরা। বিক্ষোভের পরও খালি হাতে ফিরতে হয়েছে তাদের। বুধবার দুপুরে নগরীর কামারপাড়া ঢাকা কোচস্ট্যান্ডের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, এবারের সিটি নির্বাচনে কামারপাড়ায় কাউন্সিলর প্রার্থী থাকায় এলাকাবাসী তাকে ভোট দিয়েছেন। এ কারণে নির্বাচিত কাউন্সিলর মিজানুর রহমান মিজু কম ভোট পান।
ওই ক্ষোভে পূর্বে থেকে নির্ধারিত স্থান কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে টিসিবির পয়েন্ট নিজ এলাকায় সরিয়ে নিয়েছেন কাউন্সিলর মিজু। এ কারণে টিসিবির ৫০০ থেকে ৬০০ কার্ডধারী পণ্য কিনতে পারেননি।
রাব্বি নামে এক গ্রাহক বলেন, ‘আমরা টিসিবির পণ্য যেদিন দেয়া শুরু হয়েছে, সেদিন থেকেই কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কার্ড দিয়ে পণ্য সংগ্রহ করি। কিন্তু এবার হঠাৎ করে বর্তমান কাউন্সিলর তার নিজ এলাকায় টিসিবি পয়েন্ট স্থানান্তর করেছেন। এ কারণে আমরা পণ্য পাইনি।’
একই অভিযোগ করেন আশরাফুল ইসলাম নামের আরেক গ্রাহক। তিনি বলেন, ‘আমাদের এলাকায় একজন প্রার্থী ছিল। তাই সবাই তাকে ভোট দিয়েছেন। এ জন্য মিজু কম ভোট পেয়েছেন। এ কারণে হয়তো তিনি টিসিবির ট্রাক নিজ এলাকায় নিয়ে গেছেন। আমরা পণ্য পাইনি।’
সংশ্লিষ্ট ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফেরদৌসি বেগম বলেন, ‘আমি বিষয়টি সিটি করপোরেশনের সচিবকে জানিয়ে ব্যবস্থা নিতে বলেছি।’
এ বিষয়ে জানতে কাউন্সিলর মিজানুর রহমান মিজুকে একাধিকবার মোবাইলফোনে কল দিয়েও কথা বলা সম্ভব হয়নি।
রংপুর সিটি করপোরেশনের সচিব উম্মে ফাতিমা বলেন, ‘টিসিবির পণ্য বিতরণের স্পট নির্ধারণ করেন স্থানীয় কাউন্সিলররা। ওই ওয়ার্ডে মূলত দুই কাউন্সিলরের সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ হওয়ায় উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী তারিখে দুজনের সঙ্গে কথা বলে মিডল পয়েন্টে পণ্য বিতরণের ব্যবস্থা করা হবে।’