চট্টগ্রামের কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের যৌন হয়রানির প্রতিবাদ এবং অভিযুক্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে মানববন্ধন করেছে কয়েকটি বেসরকারি সংস্থা ও নারীবাদী সংগঠন।
নগরীর জামালখান এলাকায় প্রেসক্লাবের সামনে মঙ্গলবার বিকেলে এ মানববন্ধনের আয়োজন করে ইসিডি নেটওয়ার্ক (ডেন), নারী নির্যাতন প্রতিরোধ কমিটি (চট্টগ্রাম) ও অ্যাসোসিয়েশন অফ ডেভেলপমেন্ট এজন্সিস ইন বাংলাদেশ (এডাব)।
তাদের সঙ্গে সংহতি জানায়, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ইলমা, বিবিএফ, ইফসা, টিআইবি, পার্ক, মমতা, প্রত্যয়সহ বেশ কয়েকটি বেসরকারি সংস্থা ও সংগঠন।
মানববন্ধনে বক্তারা প্রধান শিক্ষক আলাউদ্দিনের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠার পরও ‘যথাযথ’ তদন্ত না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন।
বক্তারা বলেন, কয়েক বছর ধরে ওই শিক্ষককের বিরুদ্ধে অভিযোগ উঠলেও যথাযথ পদক্ষেপ নেয়া হয়নি। এবারও গুরুতর অভিযোগ সত্ত্বেও তাকে বদলি করা হয়েছে। এটাই তার একমাত্র শাস্তি হতে পারেনা। তার বিরুদ্ধে সবগুলো অভিযোগ তদন্ত করে, তাকে স্থায়ীভাবে বহিস্কার করতে হবে।
নারী নির্যাতন প্রতিরোধ কমিটি চট্টগ্রাম জেলার সভাপতি জেসমিন সুলতানা পারু বলেন, ‘শুধু ওই স্কুল নয়, আরও শিক্ষাপ্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের যৌন হয়রানির ঘটনা ঘটছে। কাপাসগোলার মেয়েরা সাহস করে প্রতিবাদ করলেও অন্যরা নানা ভয়ে তা করে না। যেই প্রতিষ্ঠানেই এরকম ঘটনা ঘটুক, কাপাসগোলা স্কুলের মেয়েদের মতো এভাবে গর্জে উঠতে হবে, প্রতিবাদ করতে হবে।’
মানববন্ধনে এডাবের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ফোরকান, এডাব সেক্রেটারি মোহাম্মদ আলী সিকদার, ক্যাব প্রতিনিধি শম্পা কামরুন নাহার, বেসরকারি সংস্থা পার্কের পক্ষে নজরুল ইসলাম মান্না, বিবিএফের উৎপল বড়ুয়া, মোহাম্মদ আলী শিকদার, বিটা’র প্রতিনিধি বাপ্পা চৌধুরী উপস্থিত ছিলেন।
১ জানুয়ারি সকালে চট্টগ্রামে কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে নিজকক্ষে তাকে অবরুদ্ধ করে ছাত্রীরা। এ সময় তার শাস্তির দাবিতে মানববন্ধন করে তারা। পরে সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নূর মোস্তফা টিনু প্রধান শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে ওই শিক্ষককে অব্যাহতির ঘোষণা দিলে মানববন্ধন স্থগিত করে ছাত্রীরা।
ওইদিন বিকেলে সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফন নাহার সাক্ষরিত আদেশে অভিযুক্ত প্রধান শিক্ষক আলাউদ্দিনকে দক্ষিণ পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ে বদলি করা হয়। তার স্থলাভিষিক্ত করা হয়, হালিশহর আহমদ মিয়া সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোমা বড়ুয়াকে।
এদিকে প্রধান শিক্ষক আলাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে দায়িত্ব থেকে সাময়িক অব্যহতি দেয়া হয়েছে। সোমবার সিটি করপোরেশনের সচিব খালেদ মাহমুদ স্বাক্ষরিত অফিস আদেশে তাকে সাময়িক অব্যহতি দেয়া হয়।
আদেশে বলা হয়, কাপাসগোলা সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ে কর্মরত অবস্থায় মোহাম্মদ আলাউদ্দিনের বিরুদ্ধে শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড ও বিভিন্ন অনিয়মের বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রাথমিকভাবে সেসবের সত্যতা পাওয়ায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।