বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চরফ্যাশনে সংঘর্ষ, বাস চলাচল ব্যাহত

  •    
  • ৩ জানুয়ারি, ২০২৩ ২০:৫২

বাস মালিক সমিতি দাবি করেছে, ভোলা-চরফ্যাশন রুটে সিএনজি অটোরিকশা চলছে অবৈধভাবে। টার্মিনাল এলাকা থেকে তাদের যাত্রী নিতে মানা করা হলেও তা মানছে না। সে কারণে বাস মালিক সমিতির লোকজন অটোরিকশা আটকিয়ে রাখলে সংঘর্ষ শুরু হয়।

বাস ও সিএনজিচালিত অটোরিকশাচালকদের বিরোধের জেরে ভোলার চরফ্যাশনে সংঘর্ষ হয়েছে। এতে প্রায় দুই ঘণ্টা ভোলা-চরফ্যাশন সড়কে বাস চলাচল বন্ধ ছিল।

মঙ্গলবার সকালের এ সংঘর্ষে অন্তত ১০ জন অটোরিকশার চালক আহত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

অটোরিকশার চালকরা জানান, চরফ্যাশন থেকে যাত্রী নিয়ে সকালে ভোলার দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। পথে চরফ্যাশন বাস টার্মিনালের সামনে চালককে আটকে মারধর করেন শ্রমিকরা। তারা যাত্রী নামিয়ে সিএনজি অটোরিকশা ভাঙচুর করেন। এ ঘটনার প্রতিবাদ জানাতে সিএনজি অটোরিকশার চালকরা রাস্তা অবরোধ করলে সংঘর্ষ শুরু হয়।

বিভিন্ন স্থানে কয়েক দফার সংঘর্ষে অন্তত ১০ জন চালক আহত হন। তাদের চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে বাস মালিক সমিতি দাবি করেছে, ভোলা-চরফ্যাশন রুটে সিএনজি অটোরিকশা চলছে অবৈধভাবে। টার্মিনাল এলাকা থেকে তাদের যাত্রী নিতে মানা করা হলেও তা মানছে না। সে কারণে বাস মালিক সমিতির লোকজন অটোরিকশা আটকিয়ে রাখলে সংঘর্ষ শুরু হয়। অটোরিকশার চালকরা হামলা চালালে সংঘর্ষে কয়েকজন আহত হন।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, ‘বাস মালিক-শ্রমিক ও সিএনজি অটোরিকশার চালকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। টার্মিনালের আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর