বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধানক্ষেতে হাতকড়া, চুরির আসামি নিখোঁজ

  •    
  • ৩ জানুয়ারি, ২০২৩ ১৫:৫৭

বেতাগী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো মেহেদি হাসান বলেন, ‘চুরি মামলার আসামি হাবিবকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় সে হাতকড়াসহ পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান চলছে। হাতকড়া উদ্ধার হয়েছে।’

বরগুনার বেতাগীতে গ্রেপ্তার করে থানার আনার পথে হাতকড়াসহ চুরির মামলার এক আসামি পালিয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার হোসনাবাদ এলাকায় এ ঘটনার পর ওই হাতকড়া উদ্ধার সম্ভব হয়েছে, তবে আসামির আর খোঁজ মিলছে না।

আসামি হাবিব বিশ্বাসকে ধরতে অভিযান চলেছে বলে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন মঙ্গলবার নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।

ওসি জানান, কয়েক দিন আগে উপজেলার সোনার বাংলা বাজারে একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় হাবিব বিশ্বাসের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পায় পুলিশ। এরপর সোমবার দুপুরে এসআই শহিদুল ইসলাম কনস্টেবল সোহলকে নিয়ে হাবিব বিশ্বাসের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

তিনি জানান, গ্রেপ্তারের পর থানায় নিয়ে আসার সময় হাবিব হাতকড়াসহ দৌড়ে ধানক্ষেতের মধ্য দিয়ে পালিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। তবে একপর্যায়ে হাতকড়াটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়।

ওসি আনোয়ার হোসেন বলেন, ‘আমরা তাকে খুঁজে না পেলেও হাতকড়া উদ্ধার করি। পলাতক আসামিকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।’

বেতাগী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো মেহেদি হাসান বলেন, ‘চুরি মামলার আসামি হাবিবকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় সে হাতকড়াসহ পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান চলছে। হাতকড়া উদ্ধার হয়েছে।’

এ বিভাগের আরো খবর