টাঙ্গাইলের ঘাটাইলে বালুবাহী ট্রাকের চাপায় বাকপ্রতিবন্ধী এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোভ্যানে থাকা আরও চারজন।
ঘাটাইল-ভূঞাপুর সড়কে ঘাটাইল পশ্চিমপাড়া এলাকায় মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ২৫ বছর বয়সী মো. সোহাগ ঘাটাইলের জামুরিয়া ইউনিয়নের ছনটিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজ জানান, সোহাগসহ পাঁচজন ভ্যানে কাজে যাওয়ার সময় ঘাটাইল শাপলা শিশুপার্কের সামনে বালুবাহী ট্রাক তাদের ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সোহাগ নিহত হন। আহত অবস্থায় অন্য চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে যান। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।