বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিমানবন্দর স্টেশনে ট্রেনে কাটা পড়ে কিশোর নিহত

  •    
  • ৩ জানুয়ারি, ২০২৩ ১৪:৫১

ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, বিমানবন্দর থেকে ট্রেনে কাটা পড়া এক কিশোর ঢাকা মেডিক্যালে মারা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানায় জানানো হয়েছে।

রাজধানীর বিমানবন্দর স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক কিশোর নিহত হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ১৬ বছর বয়সী মোহাম্মদ বুলবুল নীলফামারী সদরের পলাশবাড়ী গ্রামের মোহাম্মদ রাশিদুলের ছেলে।

নিহতের ফুফাতো ভাই মো. মোসলেম দেওয়ান জানান, ১০ দিন আগে পত্রিকার বিজ্ঞাপন দেখে নীলফামারী থেকে ঢাকার বাড্ডা নতুন বাজার এলাকায় এসে তার একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড হিসেবে যোগ দেন। এ সময়ের মধ্যে মালিক তাদের কোনো খরচ না দেয়ায় তারা বাড়ি চলে যাচ্ছিলেন।

মোসলেম দেওয়ান আরও জানান, সোমবার সন্ধ্যার দিকে দুই ভাই বিমানবন্দর স্টেশনে যান নীলফামারীর যাওয়ার উদ্দেশে। বুলবুল ট্রেনে উঠে পড়ে, তিনি উঠতে না পারায় হাত বাড়িয়ে দিয়ে তাকে ধরার চেষ্টা করলে চলন্ত ট্রেন থেকে বুলবুল নিচে পড়ে যায়।

তিনি জানান, পড়ে গিয়ে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্টেশনের লোকজন তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সোমবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বুলবুলের মৃত্যু হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, বিমানবন্দর থেকে ট্রেনে কাটা পড়া এক কিশোর ঢাকা মেডিক্যালে মারা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানায় জানানো হয়েছে।

এ বিভাগের আরো খবর