জ্বালানি মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পাওয়ায় খায়রুজ্জামান মজুমদার তার স্থলাভিষিক্ত হবেন।
দায়িত্ব নেয়ার মাস না ঘুরতেই মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে অবসরে পাঠিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।
তার জায়গায় নতুন মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন।
গত বছরের ১১ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে পদন্নতি দেয়া হয় পানি সম্পদ মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব কবির বিন আনোয়ারকে। তার আগে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অবসরে যান খন্দকার আনোয়ারুল ইসলাম।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে সরকারি চাকরি থেকে অবসর দেয়া হলো।