বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আবাসিক হোটেলে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

  •    
  • ২ জানুয়ারি, ২০২৩ ২৩:২৩

রবিবার সন্ধ্যায় সালাম খান নামের ওই বৃদ্ধ ও আনিছ নামের এক ব্যক্তি শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার পথিক আবাসিক হোটেলের তৃতীয় তলার একটি কক্ষ ভাড়া নেন

ফরিদপুরে শহরের পথিক আবাসিক হোটেল থেকে আ. সালাম খান (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে হোটেলের তৃতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

সালাম খান রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কুরসী কদমদী নামক এলাকার আ. রহমান খানের ছেলে বলে জানা গেছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ কেউ জানাতে পারেননি।

জানা যায়, গত রবিবার সন্ধ্যায় সালাম খান নামের ওই বৃদ্ধ ও আনিছ নামের এক ব্যক্তি শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় পথিক আবাসিক হোটেলে আসেন। এ সময় হোটেলটির তৃতীয় তলার একটি কক্ষ ভাড়া নেন তারা। সেখানে তারা রাত যাপন করেন। সোমবার রাতে হোটেলটির এক কর্মচারী ওই রুমের খোঁজ নিতে গেলে রুমটি তালা দেয়া দেখতে পান। পরে তালা খুলে রুমে প্রবেশ করলে ওই বৃদ্ধের মরদেহ দেখতে পাওয়া যায়। পরবর্তী সময়ে হোটেল কর্তৃপক্ষ থানা খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সনাতন কুমার মণ্ডল বলেন, ‌‘খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এখনও মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ওই বৃদ্ধের মৃত্যুর কারণ জানতে চেষ্টা চলছে।’

ওসি এম এ জলিল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এ বিভাগের আরো খবর